জীবনে প্রথম টিভি বক্স ব্যবহার করছি। আগে অবশ্য ইন্টারনাল টিভি কার্ড ব্যবহারের অভিজ্ঞতা আছে। তবে জিনিস দুটো সম্পূর্নই ভিন্ন। ইন্টারনাল টিভি কার্ড হলো আমাদের ক্লাসিক টিভি মানে নন স্মার্ট টিভি। আর টিভি বক্স হলো অনেকটাই স্মার্ট টিভি, যদিও স্মার্ট টিভির সাথে সুক্ষ কিছু পার্থ্যক আছে।
স্মার্ট টিভিতে আপনি একই সাথে ক্লাসিক টিভি এবং অনলাইন টিভি দেখার সূবিধা পাবেন। ক্লাসিক টিভিতে যেমন টেরিষ্ট্রিয়াল এবং স্যাটেলাইট / ক্যাবল টিভি দেখা যায়, তেমন স্মার্ট টিভিতেও সে সূবিধা আছে। সেই সাথে ইন্টারনেটের মাধ্যমে আইপিটিভি সহ অন্যান্য ডিজিটাল সার্ভিস পাবেন। টিভি বক্সে শুধূমাত্র ইন্টারনেটের মাধ্যমে আইপিটিভি এবং অন্যান্য ডিজিটাল সার্ভিস পাবেন।
স্মার্ট টিভিতে সাধারণত ব্র্যান্ডের নিজস্ব টিভি অপারেটিং সিষ্টেম ব্যবহার করা হয়। সেখানে গুগল প্লে ষ্টোর দেয়া হয় না। অন্যদিকে টিভি বক্স ছোট একটি এন্ড্রয়েড কম্পিউটার। সেখানে প্লে ষ্টোর থাকে। প্রয়োজনীয় সব এপ প্লে ষ্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়।
টিভি বক্সের সাথে যে রিমোট দেয়া থাকে তার ব্যবহার সীমিত। আপনি ইচ্ছে করলে এয়ার মাউস, ওয়্যারলেস মাইস বা কিবোর্ড ব্যবহার করতে পারেন। তবে মাউসের রাইট ক্লিক মানে এখানে ব্যাকস্পেস। পেনড্রাইভ, মেমোরি কার্ড ব্যবহার করা যায় এক্সট্রা ডিস্ক স্পেসের জন্য।
আজ এপর্যন্তই। ভাল থাকুন নিরন্তর।
ফেসবুক মন্তব্য