উত্তরা বিএনএস সেন্টারের সামনে দেখলাম সেনাবাহিনী মোটর সাইকেল চেক করতেছে। বেশীরভাগ ক্ষেত্রে হেলমেট বিহীন চালক বা সহযাত্রী থাকলেই থামার সংকেত দিচ্ছে। মামলা করছে নাকি এমনি ছেড়ে দিচ্ছে সেটা অবশ্য জানার সূযোগ হয় নাই। এই পাশে রাস্তা বেশ ফাঁকা, অন্য পাশে তখন বিশাল জ্যাম।
ফটো ক্রেডিট : Freepik AI (AI Generated Photo)
ফেসবুক মন্তব্য