ঠগী – শ্রীপান্থ
ব্যক্তিগত সংগ্রহ
ইন্টারেস্টিং বই। ভারতবর্ষের নিপুণতম, নিষ্ঠুরতম, নৃশংসতম ডাকাত গোষ্ঠী ছিলো এই ঠগীরা। এরা বংশপরম্পরায় ডাকাতি করে গেছে এই অঞ্চলে। তাদের আলাদা ভাষা ছিলো, দল-উপদল ছিলো। ডাকাতি করতে গিয়ে তারা অবলীলায় মানুষ খুন করতো। ভিক্টিম গরীব হলেও রেহাই ছিলো না। গলায় ফাঁস দিয়ে হত্যা করতো তারপর সেই লাশ মাটিতে কবর খুরে পুতে ফেলতো।
এক ফিরিঙ্গির একক প্রচেষ্টায় এই ভয়ংকর ডাকাত বাহিনীকে দমন করা হয়েছিলো। যার নাম স্যার উইলিয়াম হেনরী স্লীম্যান। যাকে তার সহকর্মীরা ডাকতো ঠগী স্লীম্যান বলে।

ফেসবুক মন্তব্য