রাসেল’কে প্রথম দেখেছিলাম মনে হয় পাবলিক লাইব্রেরিতে। সামু ব্লগারদের কোন এক আড্ডায়। এরপরও আরো কয়েকবার দেখা হয়েছে, সবই ব্লগ ভিত্তিক কোন না কোন আড্ডা / অনুষ্ঠানে। তারপর তো কয়েকজন ব্লগার’কে হত্যা করা হলো, কয়েকজন ব্লগার গ্রেফতার হলো – নাস্তিকতার জন্য। রাসেল গ্রেফতার হয়েছিলো। এরপর আর কোন খবর পাই নাই। বেশ কিছুদিন আগে হাসান রায়হান ভাই মেসেঞ্জারে জানালেন রাসেল প্রচন্ড অসুস্থ, মুম্বাই এ আছে। মঞ্জুরুল হক ভাই এর কাছ থেকে জানলাম তার ক্যান্সার হয়েছে, অবস্থা খূব একটা ভাল না। গত কয়েকদিন ধরেই পুরাতন ব্লগারদের ফেসবুক ষ্ট্যাটাস থেকে জানতে পারি রাসেল দেশে। আজ ফেসবুক খুলেই দেখলাম রাসেল লাইফ সাপোর্ট এ। কিছুক্ষণ আগে জানলাম রাসেল আর নেই।
কিছুই আর বলার নেই
ফেসবুক মন্তব্য