দারাজ তার ডেলিভারী ফি সামান্য বাড়িয়েছে, তবে ঘাপলাটা করছে অন্য জায়গায়। আগে একই সেলার থেকে একাধিক পণ্য অর্ডার করলে এক ডেলিভারী চার্জেই সব পাওয়া যেতো। এখন মনে হচ্ছে সেটা আর নাই। পরিমানের সাথে ওজন এবং দূরত্বের হিসাবও মনে হয় করছে।
ল্যাপটপের জন্য একটা মাউস দরকার ছিলো। মাউস চুজ করার পর একই সেলারের একটা মাউস প্যাডও পছন্দ হয়ে গেলো। কার্টে নিয়ে চেক আউট করতে গিয়ে দেখি ডেলিভারী চার্জ ১৩০ টাকা।
সুতরাং পাড়ার দোকান জিন্দাবাদ।
ফেসবুক মন্তব্য