দাঁত

ডেন্টিষ্ট এর কাছে মনে হয় এই ইহজীবনে মাত্র একবারই গিয়েছিলাম। বন্ধু সাইমু ঢাকা ডেন্টাল কলেজে ইন্টার্ন করার সময় স্কেলিং করিয়েছিলাম। এরপর দাঁতে টুকটাক প্রব হলেও ডেন্টিষ্ট এর কাছে আর যাওয়া হয় নাই। কিন্তু এবার ঈদ এর পর থেকে দাঁতে রীতিমতো ব্যথা, সেই সাথে ঠান্ডা / গরম কিছু খেতে গেলেই ভয়াবহ রকমের শীরশীরে অনুভূতি শুরু হলো। শেষে অবস্থা এমন হলো যে নরমাল পানি খেতে গেলেও শীরশীর থেকে ব্যথা শুরু হয়ে যায়।
 
শেষতক আজ ডেন্টিষ্টের দ্বারস্থ হতেই হলো। ডা. শায়লা আহমেদ মুনিয়া সবকিছু শুনে এবং দেখে জানালেন যে দাঁতের যত্ন না নেয়ায় দাঁতের গোড়ায় প্রচুর ময়লা জমে পাথর হয়ে গেছে। সেই সাথে মাড়িতে ইনফেকশন। আপাতত স্কেলিং করতে হবে, সাথে ইনফেকশন এর চিকিৎসা। পরে কয়েকটা দাঁতে ফিলিং করতে হবে।
 
আজ প্রাথমিক স্কেলিং হলো। আবার পরশুদিন যাবো ফাইনাল স্কেলিং এর জন্য। এরপর পরের ধাপ। যথেষ্ঠ সময় নিয়ে কাজ করেছেন ডাক্তার। প্রচুর পাথর বের হয়েছে। এখন দাঁতগুলো পাতলা লাগতেছে।
 
ব্যথা আর শীরশীরে অনুভূতি হয়তো আরো কিছুদিন সহ্য করতে হবে। কিছুই করার নাই। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝলে এমনই হয়।
 
অবশেষে আপাতত একখানা দাঁত বিসর্জন দিতে হইলো। দ্বিতীয় দিন স্কেলিং করার সময় ডেন্টিষ্ট জানাইলেন একখানা দাঁতে ক্যাভিটি আছে। এক্সরে করিয়া কনফার্ম করিলেন। রুট ক্যানেল করিতে গিয়া দেখা গেলো ভিতরের অবস্থা আরো খারাপ। সমাধান – দাঁত তুলিয়া ফেলা। তিনদিন পর আবার যাইতে হইবে। অতঃপর স্কেলিং করিয়া বেশ কিছু দাঁতে ফিলিং করিতে হইবে।  
 

Image by Rochak Shukla on Freepik

 

ফেসবুক মন্তব্য

About the author

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।