উত্তরায় বুধবার দিন মার্কেট হলি ডে। এই দিন বন্ধ মার্কেট বা দোকানের সামনে অস্থায়ী সব দোকান বসে নানা জিনিস নিয়ে। আর দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই মহিলাবৃন্দ কাতার এ কাতার এই সব দোকানের সামনে হুমড়ি খেয়ে পড়ে। কোন কোন জায়গায় তো হাটাই মুশকিল হয়ে যায়।
গতকাল এরকম এক ভীড়ের পাশ দিয়ে যাওয়ার সময় শুনলাম দোকানী কোন কিছুর দাম বলছিলো ৮০ টাকা। মহিলা ক্রেতা সোজাসুজি বললেন ৪০ টাকা দিলে দেন। পাশ থেকে আরেক দোকানী টিপ্পনী কাটলো ‘৪০ টাকাই বেশী হয়ে যায়, এইডি হেরা ২০ টাকায় বেঁচে আসলে’।
ছোটবেলায় আব্বার সাথে মার্কেটে গেলে শরম লাগতো। কারণ আব্বা দোকানীর বলা দামের অর্ধেক কিংবা এক-তৃতীয়াংশ বলতো। শেষে অবশ্য দেখা যেতো আব্বার বলা দামের কাছাকাছি দামেই জিনিসটা কেনা হয়েছে। আমি এখনও দাম-দর করতে পারি না ঠিকমতো। আমার জন্য ফিক্সড প্রাইস শপ ই ভাল।
ফটো ক্রেডিট : ChatGPT (AI Generated Image)
ফেসবুক মন্তব্য