ছোটবেলায় কোথাও বেড়াতে যাওয়ার কথা থাকলে আগের দিন রাত্রে উত্তেজনায় ঠিকমতো ঘুম হতো না। ঘুম ভেঙ্গে যেতো ভোর বেলায়। দুই ঈদের সময়ও একই ঘটনা ঘটতো।
এবার মহেড়া জমিদার বাড়ীতে যাওয়ার জন্য আগের দিন মোবাইলে এলার্ম সেট করেছিলাম ভোর ৫টায়, এমনিতে ৭টায় এলার্ম বাজে। আর মনে মনে বললাম ভোর ৫টায় উঠবো। দেখা গেলো এলার্ম বাজার অনেক আগেই আমার ঘুম ভেঙ্গে গেছে। মোবাইলে দেখি সময় রাত তিনটা বেজে ১৫ মিনিট।
ছবি : নিজের তোলা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
ডুবাইল বাসস্ট্যান্ড এর ফুট ওভারব্রীজ থেকে তোলা। ডান পাশেই মহেড়া জমিদার বাড়ী / পিটিসি যাওয়ার রাস্তা।
ফেসবুক মন্তব্য