আমেরিকান এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে কথা হচ্ছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করার পর থেকেই তিনি আমেরিকায়। কথা প্রসঙ্গে বললেন আগের ছাড়ের পড়িয়ে যে আনন্দ পেতেন এখন আর তা পান না। এখন বিদেশী ছাত্র প্রচুর, তাদের মন মানসিকতাও বিভিন্ন রকমের। তারা নাকি নানা ভাবে চিট করে। পরীক্ষার হলে নানা রকম ইলেক্ট্রনিক গ্যাজেট নিয়ে এসে সেগুলো দিয়ে নকল করে। ক্যালকুলেটর এর মতো দেখতে কিছু ডিভাইস আছে যেগুলোর সাথে নেট কনেকশন আছে, সেগুলো দিয়েই নাকি দেদারসে নকল হয়। আবার নকল ধরলেও বিপদ, শিক্ষকের বিরুদ্ধে নালিশ করে।
আসার সময় ভাবছিলাম …. ট্রাম্প বেচারা হয়তো এসব কারণেই ইমিগ্র্যান্ট আর বিদেশী ছাত্রদের বিরুদ্ধে সোচ্চার।
ফেসবুক মন্তব্য