বাসায় বই আছে প্রচুর। অনেকগুলোই পড়া হয় নাই এখনও। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরী থেকে বই আনি নিয়মিত। তারপরও মাঝে মধ্যে নতুন বই কেনার হুজুগে পায়। সেদিন ঐতিহ্য এর ফেসুক পেজে ঢাকা বিষয়ক বই এর অফার দেখে আর নিজেকে স্থির রাখতে পারলাম না। অর্ডার করে ফেললাম।
০১. ঢাকার ইতিকথা ১, সাদ উর রহমান
০২. ঢাকার ইতিকথা ২, সাদ উর রহমান
০৩. ঢাকার ইতিকথা ৩, সাদ উর রহমান
০৪. ঢাকার ইতিকথা ৪, সাদ উর রহমান
০৫. ক্রীড়ালোকের ঢাকা, সাদ উর রহমান
০৬. ঢাকাই খাবার ও খাদ্য সংস্কৃতি, সাদ উর রহমান
০৭. উৎসবের ঢাকা, সাদ উর রহমান
০৮. আসুদেগানে ঢাকা [ঢাকায় যারা সমাহিত], হেকিম হাবিবুর রহমান
০৯. ঢাকা পঞ্চাশ বছর আগে, হেকিম হাবিবুর রহমান
১০. ঢাকা ডায়েরি, জে টি রেঙ্কিন, অনুবাদ: গোলাম কিবরিয়া ভূইয়া
১১. ঢাকাইয়া ও গ্রামবাংলার রঙ্গরসিকতা, শামসুজ্জামান খান
১২. চকবাজারের কেতাবপট্টি, মোহাম্মদ আবদুল কাইউম
১৩. দ্য রোম্যান্স অব অ্যান ইস্টার্ন ক্যাপিটাল, এফ বি ব্রাডলি বার্ট, অনুবাদ : রহীম উদ্দীন সিদ্দিকী
১৪. শৈশবকালের ঢাকা ও অন্যান্য, সৈয়দ নাজমুদ্দীন হাশেম
এর মধ্যে ৬ নাম্বার ক্রমিকের বই ‘ঢাকাই খাবার ও খাদ্য সংস্কৃতি, সাদ উর রহমান’ আগেই কেনা ছিলো। তাই বাকি ১৩টি বই অর্ডার করলাম। সব মিলিয়ে দাম আসলো ২৫৫০ টাকা। আপাতত ঢাকাই খাবার ও খাদ্য সংস্কৃতি, সাদ উর রহমান বইটি দিয়ে পড়া শুরু করলাম।
ছবি : ঐতিহ্য ফেসবুক পেজ
ফেসবুক মন্তব্য