গতকাল গিয়েছিলাম পূর্বাচল ৩০০ ফিট এর কাছে নীলা মার্কেট এ। অজস্র খাবারের দোকান, বেশ কিছু রাইডস আর অগণিত মানুষ – এই হলো নীলা মার্কেট। খাবারের দাম – বিফ শিক ২০০ টাকা, রেশমি কাবাব ২৫০ টাকা, তন্দুরি চা ৫০ টাকা হাঁসের মাংস ২৫০ টাকা ইত্যাদি। রাইডসগুলোও ৫০ টাকা করে। রাতভর জমজমাট থাকে এই জায়গা।



ফেসবুক মন্তব্য