গতকাল হাটতে বের হয়েছি বিকালে। সেক্টর ১২ এর পার্কের কাছে একজন বয়স্ক ভদ্রমহিলা হাত তুলে রিকশা ডাকলেন। টেকো রিকশাওয়ালা সরাসরি না করে দিলো, যাবে না। কোথায় যাবে, ভাড়া ইত্যাদি জিজ্ঞেস করার ধার দিয়েও গেলো না। হতেই পারে এমন যে রিকশাওয়ালা সেসময় ক্লান্ত ছিলো।
কিছুদূর গিয়ে দেখি সেই রিকশাওয়ালা হাত তুলে দু’জন সম্ভাব্য যাত্রীকে ডাকছে, ‘কই যাবেন’। যাত্রী দু’জন তরুনী, একজন আবার ওয়েস্টার্ন ড্রেস পরা।
ফেসবুক মন্তব্য