পরিস্থিতি আসলে কেমন ? সবই চলছে, খাচ্ছি, ঘুমাচ্ছি, বের হচ্ছি। তারপরও চারিদিকে কেমন যেন পরিস্থিতি। কেমন যেন একটা আতংক ঘিরে থাকে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে দু’জন মানুষ’কে পিটিয়ে হত্য করা হয়েছে। একজনের অপরাধ ছাত্রলীগ করতো। আরেকজন’কে চোর আখ্যা দিয়ে পেটানো হয়েছিলো। অথচ সে ছিলো মানসিক ভারসাম্যহীন।
এসব কথা বলতে গেলেই শুনতে হয় আওয়ামী লীগ গত ১৫ বছরে যা করেছে তার তুলনায় এগুলো কিছু না। তাহলে আওয়ামী লীগের সাথে আর কি পার্থক্য থাকলো !?! আওয়ামী লীগের আমলেও আবরার হত্যাকান্ড হয়েছিলো বুয়েটে। সে মামলায় ২০ জনের সাজা হয়েছে আওয়ামী লীগের আমলেই।
কোন এক পত্রিকায় একজন লিখেছে মবের মুল্লুক। আসলেই তাই মনে হচ্ছে।
ফেসবুক মন্তব্য