অনেকেই হয়তো পোলারয়েড ক্যামেরা দেখেছি বা ব্যবহার করেছি। ইদানিং দেশে পাওয়া যাচ্ছে ফুজি ইনষ্ট্যাক্স ক্যামেরা। সাথে সাথে ছবি পাওয়া ছাড়াও আরো একটি বৈশিষ্ঠ্য আছে পোলারয়েড ক্যামেরার। ক্যামেরায় তোলা ছবিগুলি বর্গাকার এবং নিচের দিকে একফালি সাদা / খালি অংশ। ইচ্ছে বরলে এখানে কোন মেসেজ লিখে রাখা যায়। ষ্টিকার ইত্যাদি দিয়ে সাজানোও যায়। ইনষ্টাগ্রামের ছবিগুলোও কিন্তু বর্গাকার। তবে এইসব ক্যামেরার সবচেয়ে বড় সমস্যা এগুলোর অপারেটিং কস্ট। ফুজি ইনষ্ট্যাক্স ক্যামেরার দাম যাই হোক, ১০টি স্ন্যাপের এক বক্স ফিল্ম কিনতে গেলেই খরচ করতে হবে ৯৫০ টাকা। মানে প্রতিটি ছবির দাম পড়ছে ৯৫ টাকা করে। শখে একআধবার ছবি তোলার পর দেখা যায় ক্যামেরা প্রায় অব্যবহৃতই থাকে।
তবে আমরা ইচ্ছে করলেই যে কোন ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি সাধারণ ইঙ্কজেট প্রিন্টারে এই পোলারয়েড ছবির মতো করে প্রিন্ট করতে পারি। বর্গাকার হবে, সাথে নিচে কিছুটা জায়গা ফাঁকা থাকবে। এরজন্য লাগবে যে কোন ইঙ্কজেট প্রিন্টার, 4R সাইজের ফটো পেপার আর ফটোশপ। 4R সাইজের ফটো পেপার আমি কিনেছি পল্টন থেকে, দাম নিয়েছিলো ২০০ টাকা। এক প্যাকেটে ১০০ শিট থাকে।
ফটোশপে ছবি ওপেন করুন। এরপর এটিকে 4R সাইজে নিয়ে আসুন। 4R সাইজের মাপ হচ্ছে ৪ ইঞ্চি বাই ৬ ইঞ্চি। এরপর আপনাকে বর্গাকার সাইজে ক্রপ করতে হবে ছবি। আমি ৪ ইঞ্চি বাই ৪ ইঞ্চি সাইজে ক্রপ করেছি।
ক্রপ করার পর আপনি প্রিন্ট কমান্ড দিয়ে দিতে পারেন। প্রিন্টার সেটিংস থেকে 4R সাইজ ফটো পেপার সিলেক্ট করুন। প্রিন্ট কোয়ালিটি ১০০% করে দিন। প্রিন্টার ভেদে এই সেটিংসগুলিতে কিছুটা ভিন্নতা থাকতে পারে। প্রিভিউ দেখুন। চবি যদি মাঝে দেখায় তবে কার্সর দিয়ে টেনে একদম উপরে নিয়ে যান। এবার প্রিন্ট করে ফেলুন।
আশা করি আপনি আপনার পোলারয়েড প্রিন্ট পেয়ে গেছেন।
হ্যাপি ক্লিকিং
ফেসবুক মন্তব্য