প্রতারনার ফাঁদ

আরেকটু হলেই প্রতারিত হচ্ছিলাম আর কি !?!
Oppo A17 Pro মাত্র ১১ হাজার টাকায় দেয়া হবে দেখে মাথা প্রায় আউলায় যাচ্ছিলো। ফোনের আসল দাম ২৫ হাজার টাকা এরাউন্ড। তাই মাথার চক্কর কাটার পর আবার এড দেখতে অপ্পোর সাইটে গেলাম। সেখানে এরকম কিছুই নাই। অথচ মিনিট পাঁচেক আগেই নিউজ ফিডে স্পনসর্ড এড দেখে তাদের ফেসবুক পেজ আর সাইটে ঢু মেরেছিলাম। এবার ফেসবুকে সার্চ দিলাম। অবশেষে সেই পোষ্ট পাওয়া গেলো। এবার ঠান্ডা মাথায় পুরোটা দেখলাম এবং পড়লাম। চোখ গেলো সাইটের এড্রেসে oppobd . cam ডট কম না কিন্তু, ডট ক্যাম !!! সাইটে এরকম বেশ কিছু ফোনের অস্বাভাবিক দাম। পেমেন্ট অপশন সব ‘নগদ’ 🙂
সাইট লিংক : https://www.oppobd.cam/product/f17pro/
অপ্পো কমিউনিটি OPPO Bangladesh Community [Official]
 
 

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।