আজ বহুদিন পর আবার গিয়েছিলাম বাউনিয়ায় প্লেনের ছবি তুলতে। সাথে ছিলেন সূজা ভাই। এবারের ছবি তোলার সময় একটু ভিন্ন ছিলো। এমনিতে ছবি তুলতে যাই বিকালের দিকে। আজ গেলার সকালের দিকে, মানে সকাল ১১টার দিকে।
বেশ কিছু প্লেনের ছবি তুলেছি। কিছু মিস হয়েছে। বিশেষ করে বড় প্লেনগুলির ছবি ঠিকমতো ফ্রেমে আনতে পারি নাই। সব মিলিয়ে ভালই বলবো। আশা করি খূব তাড়াতাড়ি আবারও যাব প্লেনের ছবি তুলতে।


ফেসবুক মন্তব্য