ষ্ট্রিট ফটোগ্রাফি অনেকের কাছেই খূব প্রিয়। ক্যামেরা সাথেই থাকে, সূযোগ পেলেই … ক্লিক। এখন অবশ্য হাতে হাতে মোবাইল, ফটোগ্রাফার নন এমন লোকও ফটো তুলছেন দেদার। হয়তো এদের মধ্যে কেউ কেউ একসময় ফটোগ্রাফির প্রতি ব্যাপক ভালবাসা অনুভব করবেন এবং ফটোগ্রাফার হওয়ার চেষ্টা করবেন।
আজ ষ্ট্রিট ফটোগ্রাফির উপর বেশ কিছু ই-বুক এর কথা জানাবো। তবে সবগুলো ই-বুকই একজনের লেখা। তিনি থমাস লুথার্ড (Thomas Leuthard), থমাস সুইজারল্যান্ডের ফটোগ্রাফার। ২০০৮ সাল থেকে ফটোগ্রাফি করছেন। ২০০৯ সালে তিনি সিদ্ধান্ত নেন শুধূমাত্র ষ্ট্রিট ফটোগ্রাফি করার। তবে ২০১৭ সাল থেকে তিনি ফটোগ্রাফি থেকে বিরত রয়েছেন। (সূত্র : উইকিপিডিয়া)
ইবুক গুলো এখন পর্যন্ত ফ্রি, যদিও বেশ কিছু সাইট থেকে এই ইবুকগুলো সরিয়ে ফেলা হয়েছে। ইবুক এর পাশাপাশি তার লাইটরুম প্রিসেট এবং ষ্ট্রিট ফটোগ্রাফির উপর টিউটোরিয়াল আছে। তবে সেগুলো আপনাকে কিনতে হবে। ইবুকগুলো মূলত তার তোলা ছবি দিয়ে তৈরী হয়েছে। হয়তো নিয়মিত দেখলে আপনিও অনুপ্রানিত হতে পারেন অথবা নতুন কোন আইডিয়া পেতে পারেন।
হ্যাপি ক্লিকিং …
এই লিংক থেকে ডাউনলোড করুন ১৪টি ইবুক
ফেসবুক মন্তব্য