সপ্তাহ কয়েক আগে শুনলাম ১৫ নাম্বার রোডে এক খালি প্লট থেকে এক মহিলার বস্তাবন্দী লাশ উদ্ধার হয়েছে। শোনা গেল সে কোন এক বাড়ীর ছুটা বুয়া, ২ দিন আগে থেকেই নিখোজ ছিলো। যে বাড়ীতে কাজ করতো সে বাড়ী থেকে বলা হয়েছে, বুয়া যথারীতি কাজ শেষ করে বের হয়ে গিয়েছিলো। লাশ পঁচে গন্ধ বের হলে খবর পেয়ে পুলিশ আসে।
আজ আবার শুনি ১২ নাম্বার রোডে আরেকটি বস্তাবন্দী লাশ পাওয়া গেছে কোন এক দোকানের চিপা থেকে। বলাবাহুল্য এইটাও আরেক বুয়া ছিলো।
এই দুই খবরের সূত্র সব বুয়ারা। চেনা পরিচিত যাকেই জিজ্ঞাসা করবেন, সবাই কেবল শুনেছে। খবর গুলো আসলেই সঠিক নাকি কেবলই গুজব, তাই বা কে জানে। নাকি কেউ প্যানিক তৈরীর চেষ্টা করছে …
ফেসবুক ষ্ট্যাটাস – ফেব্রুয়ারী ১, ২০১৪.
ফেসবুক মন্তব্য