উত্তরা জসিমউদ্দিন এভেনিউ এর সামনের ফুট ওভার ব্রিজ ভেঙ্গে ফেলার পর নতুন করে আরেকটা তৈরী হচ্ছিলো অনেকদিন ধরেই। কয়েকদিন আগে দেখলাম সেখানে রং এর কাজ চলছে। এখনও পুরোপুরি তৈরী না হলেও দেখা গেলো লোকজন দিব্যি পারাপার হচ্ছে এই ব্রিজ দিয়ে। কাজ বাকি বলতে একদম নিচে ব্রিজে উঠার জায়গায় একটা প্ল্যাটফর্ম হবে, সেটা তৈরী হয় নাই। একটু কষ্ট করে উঠতে হয়। তবে এখানে কোন সিড়ি নাই। Ramp দেয়া হয়েছে। হুইল চেয়ার নিয়েও যে কেউ উঠতে পারবেন।
এখন দেখার বিষয় মোটর সাইকেল চালকরা এটা দিয়ে উঠে পড়েন কিনা।
ফেসবুক মন্তব্য