বেশ কিছুদিন হলো মোবাইল ফোন এবং ট্যাব থেকে ফেসবুক / মেসেঞ্জার মুছে ফেলেছি। এখন কেবল ডেস্কটপ কম্পিউটার এ ব্রাউজার দিয়ে দেখি। ফলাফল হলো আগে যেমন কাজ না থাকলে মোবাইল / ট্যাব হাতে নিয়ে সময় পার করতাম, এখন আর তেমন করি না। চেষ্টা করছি ইউটিউব দেখাও কমিয়ে আনতে। ডেস্কটপ কম্পিউটার প্রতিদিন ব্যবহার করি না। ফলে ব্রাউজার দিয়ে ফেসবুক / ইউটিউব দেখাও অনেক কম হচ্ছে। আপাতত ফেসবুক / ইউটিউবের পোষ্টগুলো তৈরী করে শিডিউলে দিয়ে রাখছি, সময় মতো সেগুলো অটো পাবলিশ হয়ে যায়।
এখন চেষ্টা করছি এই সময় কিভাবে কোন প্রোডাক্টিভ খাতে কাজে লাগানো যায়। ভাবতেছি ফটোগ্রাফি নিয়ে আবার নাড়াচাড়া শুরু করবো সিরিয়াসলি। সেই সাথে এআই দিয়ে আরো কি কি করা যায় সে ব্যাপারে আরেকটু পড়াশোনা করবো।
দেখা যাক ভবিষ্যতে কি হয় !!!
ফেসবুক মন্তব্য