ঢাকার অবস্থা তখন কেমন ছিলো !?! কারফিউ / হরতাল সবই সে সময় নিত্যদিনের ঘটনা। জনগনও ত্যাক্ত-বিরক্ত। ঢাকায় সেসময় মনে হয় বড় দৃষ্টিনন্দন বিল্ডিং এর গ্লাস কোনটাই আস্ত ছিলো না। ককটেল আর আগুন। আব্বার এলপিআর এর মেয়াদ শেষের পথে। বেইলী স্কয়ারের বাসা ছেড়ে মোহাম্মদপুর বাবর রোডের বাসায় উঠবো, কিন্তু সামগ্রিক পরিস্থিতির কারণে দেরী হচ্ছে। এইদিনে আমি আমার বইপত্র / ম্যাগাজিন ইত্যাদি সাথে আরো কিছু জিনিস ভ্যানে করে বাবর রোডে নিয়ে গিয়েছিলাম। সারা রাস্তাতেই টেনশনে ছিলাম, যদি বইপত্রে আগুন দেয় তো কিছুই করার থাকবে না। ফার্মগেটে এসে টেনশন আরো বেড়েছিলো। শেষ পর্যন্ত অবশ্য কোন সমস্যা হয় নাই।
ফেসবুক ষ্ট্যাটাস – ডিসেম্বর ৬, ২০২১
ফেসবুক মন্তব্য