বর্তমানের ডিজিটাল রেডিওগুলিতে যেভাবে ব্যান্ড ভাগ করা হয়
LW = 100 – 519 kHz
MW = 520 – 1710 kHz
SW = 1711 – 29999 kHz
FM = 64 – 108 mHz
AIR = 118 – 137 mHz
তবে অঞ্চলভেদে ফ্রিকোয়েন্সী রেঞ্জ কম-বেশী হতে পারে। যেমন এই অঞ্চলে মিডিয়াম ওয়েভ 522 – 1620 কিলোহার্টজ। আবার এফএম 88 -108 মেগাহার্টজ।
এবার দেখা যাক শর্টওয়েভে ব্রডকাষ্ট ব্যান্ড কিভাবে ভাগ করা হয়েছে
120m 2300 – 2495 kHz
90m 3200 – 3400 kHz
75m 3900 – 4000 kHz
60m 4750 – 4995 kHz
49m 5900 – 6200 kHz
41m 7200 – 7450 kHz
31m 9400 – 9900 kHz
25m 11600 – 12100 kHz
22m 13570 – 13870 kHz
19m 15100 – 15830 kHz
16m 17480 – 17900 kHz
15m 18900 – 19020 kHz
13m 21450 – 21850 kHz
11m 25670 – 26100 kHz
শর্টওয়েভে বেশ কিছু এমেচার ব্যান্ড আছে, যেগুলি এমেচার রেডিও অপারেটরা ব্যবহার করে থাকেন।
160m 1800 – 2000 kHz
80m 3500 – 4000 kHz
60m 5330 – 5400 kHz
40m 7000 – 7225 kHz
30m 10100 – 10150 kHz
24m 12330 – 13200 kHz
20m 14000 – 14350 kHz
17m 18067 – 18168 kHz
15m 21000 – 21450 kHz
12m 24890 – 24990 kHz
10m 28000 – 29700 kHz
এই ব্যান্ডগুলির মধ্যেও আবার ভাগ আছে। কোন অংশ হংতো ভয়েস এর জন্য, কোনটা মোর্সকোড, আবার কোন অংশ হয়তো ডিজিটাল ট্রান্সমিশনের জন্য। এই অঞ্চলে ২০ মিটার ব্যান্ড তথা 14000-14350 কিলোহার্টজ ব্যান্ড বেশী ব্যবহার করা হয়।
শর্টওয়েভের মধ্যে 26965 – 27405 কিলোহার্টজ সিটিজেনস ব্যান্ড নামে পরিচিত। তবে বাংলাদেশে এর কোন ব্যবহার নাই (খূব সম্ভবত সিবি বাংলাদেশে ওপেন / বৈধ না)।
সূত্র : উইকিপিডিয়া এবং অন্যান্য
ফেসবুক মন্তব্য