বাসায় বেশ কিছু বই জমে গেছে, তারপর প্রতি সপ্তাহে না হলেও সপ্তাহ দূ’য়েক পর পর বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী থেকে ৩টা করে বই আনি। তাই এবার বই মেলা থেকে বা অনলাইনে বই কেনার লিষ্ট ছোটই ছিলো। এবার ঠিক করেছিলাম ব্লগ বা ফেসবুকে যাদের চিনি কিন্তু দেখা হয় নাই কখনও তাদের বই কিনবো। ১৭ই ফেব্রুয়ারী তাই বই মেলায় গিয়ে প্রাথমিক চক্কর মারার পর সেইসব লেখকদের বই খোঁজা শুরু করলাম।
১. চলচ্চিত্রিক মানসিকতা
লেখক : ইহতিশাম আহমেদ
প্রকাশক : পেন্ডুলাম বুকস
মুদ্রিত মূল্য : ৭৯০ টাকা২. হোয়াই ইজ সেক্স ফান
মূল : জ্যারেড ডায়মন্ড
ভাষান্তর : সন্নাসী রতন
প্রকাশক : পেন্ডুলাম বুকস
মুদ্রিত মূল্য : ৩৯০ টাকা
৩. অদেখা
লেখক : কিশোর কুমার দাশ
প্রকাশক : বিদ্যানন্দ প্রকাশনী
মুদ্রিত মূল্য : ১৯৫ টাকা
৪. রেনুর পুতুল
লেখক : আকাশনীলা নিধি / নজরুল সৈয়দ
প্রকাশক : ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য : ২৫০ টাকা
৫. হিয়ার খোঁজে
লেখক : আকাশনীলা নিধি
প্রকাশক : ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য : ৩০০ টাকা
আপাতত এই ৫টা বই কিনেছি। অলিখিত লিষ্টে আরো গোটা পাঁচেক বই আছে।