বাংলাদেশ নামের এই দেশটির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নামটি ওতোপ্রোতো ভাবে জড়িত। একটিকে বাদ দিয়ে অন্যটি কল্পনা করা যায় না। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁকে স্বপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ইতিহাস থেকে তাঁর নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিলো একবার। ২০২৪ সালের অগাষ্ট মাসে সেই একই চেষ্টা করা হচ্ছে সরবে। ৫ই অগাণ্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত পদত্যাগের পর ভারতে চলে গেলে চারিদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরীত সব স্থাপনা / ভাস্কর্য ইত্যাদি ধ্বংস করা হচ্ছে অবলীলায়। ৩২ নাম্বারের স্মতি বিজরীত বাড়ী আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেয়া হয়েছে। সেই আগুনে পুড়ে মারা গেছে বেশ কয়েকজন। অন্তর্বর্তী সরকার বা সেনাবাহিনী কোন রকম ব্যবস্থাই গ্রহন করে নাই।
আগামী কাল ১৫ই অগাষ্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী। মনের ক্ষোভ মনে রেখেই আপাতত শোক প্রকাশ করছি। আপাতত এ ছাড়া আর কিছুই করার নাই।
ছবি : ফেসবুক থেকে সংগৃহিত
ফেসবুক মন্তব্য