দোষে-গুনে মানুষ, আমিও তার ব্যতিক্রম নই। আমারও কিছু বদ অভ্যাস আছে যা আমি সহজে এড়াতে পারি না। তার মধ্যে অন্যতম Temptation, বাংলায় অর্থ হলো প্রলোভন, প্ররোচনা ইত্যাদি। তবে আমার ক্ষেত্র প্ররোচনা শব্দটিই মনে হয় সঠিক। কোন কিছু একটা মাথায় ঢুকলেই হলো, সেটি বাস্তবায়ন না করা পর্যন্ত শান্তি পাই না। আর বাস্তবায়নের পর মনে হয় শুধূই পন্ডশ্রম।
এই বদ অভ্যাসটির বহুল প্রয়োগ হয় কোন কিছু কেনাকাটার ক্ষেত্রে। আরেকটু বিস্তারিতভাবে বললে নানারকম শখের জিনিস কেনার ক্ষেত্রে। আমার জামা-কাপড় বা এজাতীয় কোন কিছুর প্রতি তেমন আগ্রহ নাই। যা না থাকলেই নয়, তাই কিনি। আর বিভিন্ন জনের কাছ থেকে উপহার পাই অনেক। বাসায় এমন অনেক পান্জাবী আছে যা এখন পর্যন্ত প্যাকেটবন্দী।
কিন্তু শখের জিনিস কেনার বেলায় আমি বেশ উদার। এক কিনি বই। এবার ঈদে বেশ কিছু বই কিনেছি, বাসায় অপঠিত বই থাকতেও। বই এর কথা না হয় বাদ দিলাম। আজ হোক, কাল হোক বই পড়া হবে। কিন্তু অন্যান্য শখের বেলায় ? আব্বা যখন অসুস্থ্য ছিলেন, তখন হঠাৎ করেই পেপার ক্র্যাফটিং আর জুয়েলারী তৈরী করার ঝোঁক চাপে। এজন্য অনেক কিছুই কেনা হয়েছিলো। অথচ সেপরিমাণ কাজ কিন্তু করি নাই। বাসায় এখন জুয়েলারীর বিভিন্ন বিডস, চার্মস সহ নানা কিছু জমে আছে। মাঝে দু’জন আত্মীয়াকে তাদের আগ্রহ দেখে অনেক কিছুই দিয়ে দিয়েছি। তারপরও বেশ কিছু রয়ে গেছে। পেপার ক্রাফটিং এর বিভিন্ন ডাইস, পেপার সহ বড় একটা ডাই কাটিং ও এমবোসিং মেশিন আছে। এই মেশিন আনিয়েছিলাম আমাজন ইউএসএ থেকে প্রায় ১৭ হাজার টাকা দিয়ে।
কোন এক কালে রেডিও শোনার বাতিক ছিলো। সুইডেন থেকে আনা রেডিও নষ্ট হয়ে যাওয়ার পর অনেকদিন রেডিও শুনি নাই। তারপর হঠাৎ করেই দারাজ এ একটি রেডিও দেখে মনে হলো কিনি। সেই রেডিও কেনার পর থেকে এখন পর্যন্ত মনে হয় দশের অধিক রেডিও কেনা হয়েছে। তবে রেডিও শোনা হয় এখন কালেভদ্রে। এরমধ্যে বাংলাদেশ বেতার থেকে উপহার পেয়েছি আরো ২টি রেডিও। কিছু রেডিও অবশ্য আত্মীয়স্বজনদের দিয়ে দিয়েছি।
এবার আসি ফটোগ্রাফি’তে। ফটোগ্রাফির জন্যও বেশ কিছু খরচ করেছি। একই ধরণের জিনিস কিনেছি একাধিকবার। একবার দুইবার ব্যবহার করার পর সেগুলোতে এখন ধূলা পড়ছে। ফেলতে গেলেও মায়া লাগে। এরমধ্যে এক নাতনীকে দুটো লেন্স সহ একটা ক্যামেরা দিয়ে দিয়েছি।
এখন আমার রুমে এসব জিনিস দিয়ে ভর্তি। কোনটা রেখে কোনটা ফেলবো বা দিয়ে দিবো সেটা ভাবতেই ভাবতেই দিন পার হয়। আর বিভিন্ন জিনিসের বাক্স ও জমে আছে অনেক। সবচেয়ে বেশী সমস্যা খুচরা ছোট ছোট জিনিস নিয়ে। এগুলো গুছিয়ে রাখাও এক সমস্যা। আর এসব জিনিসের কারণে রুমে হাটা চলার জায়গাও কমে গেছে অনেক।
আপাতত তাই কোন নতুন জিনিস কিনছি না। যা আছে সেগুলোর সর্বোত্তম ব্যবহার করতে চাই। আর যেগুলো ব্যবহার তেমন একটা হবে না, সেগুলো কাউকে দিয়ে দিবো ভাবতেছি। এছাড়া আর কোন উপায় নাই।
ফেসবুক মন্তব্য