কয়েকদিন ধরে রিদমিক কিবোর্ড ঝামেলা করছিলো। যে এপই খুলি সবগুলোতেই দেখায় রিদমিক কিবোর্ড প্রব করছে। শেষপর্যন্ত দেশ কিবোর্ড নামে আরেকটা কিবোর্ড ইনষ্টল করলাম। মোবাইল ডিভাইসে আমি সাধারণত প্রভাত ব্যবহার করি। এটাতেও প্রভাত আছে তবে প্রভাত থেকে ইংরেজীতে সহজে গেলেও ইংরেজী থেকে সহজে প্রভাতে যাওয়া যায় না। প্রথমে লং প্রেস করে বাংলায় যেতে হয় এরপর প্রভাত সিলেক্ট করতে হয়। রিদমিক এ খূবই সহজ ছিলো। স্পেসবার থেকেই অভ্র, প্রভাত বা ইংরেজী সিলেক্ট করা যেতো।
আপডেট : পরে আবার রিদমিক কিবোর্ড ইনষ্টল করেছি।
ফেসবুক মন্তব্য