বাংলা সার্ভিস এ২৪

বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে নিয়মিত বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। যদিও কালের বিবর্তনে বেশ কিছু বাংলা সার্ভিস বন্ধ হয়ে গেছে। কেউ বা সরাসরি বেতারে প্রচার না করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা অনলাইনে অনুষ্ঠান প্রচার করছে।সবার সূবিধার জন্য বর্তমানে যেসব বেতার কেন্দ্র সরাসরি বাংলায় অনুষ্ঠান প্রচার করছে তাদের সময় এবং ফ্রিকোয়েন্সী দিলাম। সময় হিসেবে UTC / GMT সময় ব্যবহার করা হয়েছে। বাংলাদেশ সময়ের জন্য ইউিসি সময়ের সাথে ০৬০০ যোগ করুন আর ভারতের সময়ের জন্য ০৫৩০ যোগ করুন অথবা মনে রাখুন ০০০০ ইউটিসি মানে বাংলাদেশ সময় সকাল ৬:০০টা আর ভারতীয় সময় সকাল ৫:৩০টা

Bangladesh Betar External Service
1630-1730 UTC 4750 kHz 
1915-2000 UTC 4750 kHz

AIR Moitree
0030-0900 UTC 594 kHz
1000-1830 UTC 594 kHz 

আকাশবাণী কলকাতা ৬৫৭ কিলোহার্টজে গীতাঞ্জলী এবং ১০০৮ কিলোহার্টজে সঞ্চয়িতা নামে বাংলায় আরো দুটি চ্যানেল পরিচালনা করে থাকে স্থানীয় শ্রোতাদের জন্য।

China Radio International 
0200-0300 UTC 9655, 11640 kHz
1300-1400 UTC 9490, 9600, 11610 kHz
1500-1600 UTC 9610 kHz

NHK World Radio Japan
1500-1520 UTC 11655 kHz

IRIB Voice of Iran (Radio Tehran)
1420-1520 UTC 11945 (Bangladesh & India)
1620-1659 UTC 11640 kHz (Bangladesh & India)

AWR / KSDA Guam
1300-1330 UTC 15430 kHz

TWR India
1400-1415 UTC 15400 kHz (Saturday)

Reach Beyond Australia (HCJB)
1245-1300 UTC 15460 kHz (Thursday)
1345-1400 UTC 11900 kHz (Friday)

IBRA Media
0000-0030 UTC 11590 kHz
1500-1530 UTC 11590 kHz 

 

এখানে বলে রাখা ভাল সবগুলো ফ্রিকোয়েন্সী এখনও চেক করে দেখতে পারি নাই। বিশেষ করে TWR এবং Reach Beyond Australia এর ফ্রিকোয়েন্সীগুলি চেক করতে পারি নাই এখনও। SLBC বাংলায় আপাতত অনুষ্ঠান সম্প্রচার করছে না। কোন ভুল-ত্রুটি পেলে জানাবেন অবশ্যই।

হ্যাপি ডিএক্সইং 

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।