স্কুলের ছেলে-মেয়েরা অনেকেই দেখছিলো। আবার কেউ কেউ ২০ টাকা খরচ করতে আগ্রহী ছিলো না। বড়রাও অনেকে দেখেছেন। ছবি / ভিডিও করার পর আমিও ২০ টাকা দিয়ে দেখতে গেলাম। সহকারী শুরুতেই বললেন ক্যামেরা কিন্তু লাগাতে পারবেন না। কেন জিজ্ঞেস করায় তেমন কোন যুৎসই জবাব দিতে পারলো না। আর এই ভদ্রলোক বললেন তার এইসব প্রচার-প্রচারণার দরকার নাই। শুরু হলে দেখলাম ভিতরে পোষ্টারের অবস্থা নাজুক, অনেক জায়গায় ছেড়া। আলো রিফ্লেক্ট করতেছে। এবার বুঝলাম কেন প্রচার-প্রচারণার দরকার নাই। পোষ্টার এর দূরাবস্থার কথা বলতেই সহকারী জানালো তাড়াহুড়ো করে আসায় বদলানো হয় নাই। এবার বদলে ফেলবেন।

ফেসবুক মন্তব্য