আব্বা মারা যাওয়ার পর থেকে চিন্তা করছি কি করবো !?! এমনিতে আব্বার দেয়া কিছু টাকা দিয়ে সঞ্চয়পত্র কেনা আছে। সে আয় থেকে প্রতি ৩ মাস অন্তর যা পাই সেটা দিয়ে আমার একা চলে যায়। সবচেয়ে বড় সূবিধা হলো বাসা ভাড়া দেয়া লাগে না। না হলে খবরই ছিলো। কিছু টাকা বিনিয়োগ করেছিলাম শেয়ার মার্কেটে। কিন্তু সেটা খূব একটা আশাব্যঞ্জক মনে হচ্ছে না। কাগজে কলমে প্রায় ৪২ হাজার টাকা কম আছে। শেয়ারগুলো ধরে রেখেছি ভবিষ্যতে ভাল হবে এই আশায়। আর প্রতি বছর কিছু না কিছু ডিভিডেন্ড পাওয়া যাবে, তাতে যদি ক্ষতি পুষিয়ে নেয়া যায়। কিছু টাকা বিনিয়োগ করেছি আইফার্মার এর ২টি ফার্মে। বছর শেষে লাভ পাব এই আশায়।
ব্যবসা কি করা যায় চিন্তা করছিলাম। পরিচিত যাদেরকে জিজ্ঞাসা করি তারাই বলে ব্যবসা পরিস্থিিতি ভাল না। ২/১ জন তো বলেই বসলো করোনার সময় থেকে পূঁজি ভেঙ্গে খাচ্ছে। এসব শুনে আর সাহসে কুলায় না।
ইন্টারনেট ভিত্তিক কিছু করা যায় কিনা সেটাও মাথায় রেখেছি। কয়েকদিন ধরে আমাজন এফডিএ প্রোগ্রাম নিয়ে ভিডিও দেখছি। সেখানেও কমপক্ষে ৫০/৬০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। ফ্রিল্যান্সিং নিয়েও ভাবছি। সমস্যা হলো – বয়স বাড়ার সাথে সাথে কোন কিছুতে ফোকাস করার ক্ষমতাও মনে হয় কমে গেছে।
ভাবছি আর ভাবছি। কবে যে এই ভাবনা চিন্তা থেকে মুক্তি পাব কে জানে।
ভাল থাকুন নিরন্তর।
ফেসবুক মন্তব্য