সেদিনের প্লেনের ছবি। প্লেনের দিকে খেয়াল রাখতে গিয়ে সব ছবিই বাঁকা হয়ে গেছে। ফোকাল লেন্থ আরেকটু বেশী মানে ৫০/৮৫ মিমি হলে হয়তো কেবল আকাশ আর প্নেনই থাকতো, নিচের মানুষজন / যানবাহন থাকতো না। তাতে এই বাঁকা ছবি বুঝা যেতো না। এর আগে একবার ৮৫ মিমি লেন্স নিয়ে ছবি তুলেছিলাম, তখন আবার এমিরেটস এর মতো বড় প্লেনের ছবি ঠিকমতো তুলতে পারি নাই। হয় পিছনের অংশ না হয় সামনের অংশ কেটে যাচ্ছিলো।
Camera : Nikon Zf
Lens : Viltrox AF 20mm f/2.8



ফেসবুক মন্তব্য