বিশ্ব ইজতেমা টঙ্গীতেই কেন হতে হবে !?! শোলাকিয়ায় ইজতেমা আয়োজন কেন করা হয় না !?! বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত তো শোলাকিয়াতেই হয়। এবার বিশ্ব ইজতেমা ৩ ভাগে হচ্ছে। প্রথম এবং দ্বিতীয়ভাগ হয়ে গেছে, তৃতীয় ভাগ হবে আগামী ১৪-১৬ই ফেব্রুয়ারী।
প্রতিবার ই বিশ্ব ইজতেমার কারণে উত্তরাবাসীকে অঘোষিত ছুটি কাটাতে হয়। ভীড় এবং যানবাহনের অভাবে বের হওয়া এবং ফেরত আসা খূবই কঠিন ব্যাপার। তবে এবার তাবলীগ জামাতের অনৈক্যে এবং মারামারীর কারণে (৩জন নিহত হয়েছেন) এবার লোক সমাগম কম। ফলে এবার তেমন একটা সমস্যা হয় নাই। যানবাহনও চলাচল করেছে আগের তুলনায় বেশী। তবে মেট্রোরেলে ভয়াবহ ভীড় ছিলো।

ফেসবুক মন্তব্য