রহিম খুব অলস স্বভাবের মানুষ। সারাদিন বসে বসে মোবাইল চালায়, আর বউকে দিয়ে সব কাজ করায়। একদিন তার বউ রিনা ঠিক করল, এবার রহিমকে একটা শিক্ষা দিতে হবে।
রিনা রহিমকে ডেকে বলল,
— শুনো, আজ আমাদের বাসায় বাবার পাঠানো মাংস এসেছে। তুমি একটু কষ্ট করে কেটে দাও, আমি রান্না করব।
রহিম বিরক্ত মুখে বলল,
— ধুর! তোমার কাজ তুমি করো, আমি কেন কাটব ?
রিনা মুচকি হেসে বলল,
— আচ্ছা ঠিক আছে, তুমি না কাটলেও চলবে। আমি পাশের বাসার আন্টি’কে ডেকে আনছি। উনার ছেলে নাকি খুব ভালো মাংস কাটতে পারে !
শুনে রহিম হঠাৎ লাফ দিয়ে উঠে বলল,
— না না, লাগবে না! আমি নিজেই কেটে দিচ্ছি !
তারপরই সে উঠে পড়ল কাজে। রিনা মনে মনে হাসতে লাগল— “কাজ করানোর সেরা কৌশল !”
ডিসক্লেইমার : চ্যাটজিপিটি’কে ছোট একটি হাসির গল্প লিখে দিতে বলেছিলাম। ফলাফল এই গল্প।
ফেসবুক মন্তব্য