গতকাল গিয়েছিলাম বুফে লাউঞ্জ এ, ডিনার করতে। সাথে কিছু আত্মীয় স্বজন ছিলেন।
কোন এক কালে খেতে পারলেও ইদানিং খূব বেশী খেতে পারি না। একটুতেই মনে হয় পেট ভরে যায়। গতকাল সন্ধ্যা ৭:৩০ এ পৌছে দেখি ব্যাপক ভিড়। আমরা এতোটা ভিড় আশা করি নাই। ধারণা ছিলো শু্র-শনিবার ছুটির দিনে হয়তো ভিড় থাকবে। কিন্তু ওয়ার্কিং ডে’তে এমন ভিড় !!!
ঢুকতেই একজন প্রশ্ন করলেন আমাদের বুকিং আছে কি না। না বলতেই তিনি একটু ওয়েট করতে বললেন। ২ মিনিটের মধ্যেই আমাের একটা টেবিল ম্যানেজ করে দিলেন। এরপর শুরু হলো খাওয়ার পালা। গরুর মাংসের ওখানে দেখলাম ব্যাপক ভিড়। সবাই সলিড টুকরা বেছে নিচ্ছে। আমি যখন কাছাকাছি গেলাম তখন তেল-চর্বি আর হাড় ছাড়া কিছু ছিলো না। কোথাও শুনেছিলাম বুফে খেতে গেলে গরুর মাংসের উপর সবার নজর থাকে। থাকে কারণ কেজি খানেক গরুর মাংস খেতে পারলে পয়সা উসুল হয়ে যায়।
যাই হোক। আমি মনে হয় ৩/৪ বার খাবার নিয়ে এসে খেলাম। তারপর মনে হলো আর না। খাবারের মান মোটামুটি, কোনটাই খূব ভাল টাইপের না। তবে চলে। ডেকোরেশন বেশ ভাল।
বুফে লাউঞ্জের অবস্থান হলো উত্তরা বিএনএস সেন্টারের ১৪ তলা।

ফেসবুক মন্তব্য