বুলবুল আপা দুলাভাই এর বড় বোন। এখন বয়স মনে হয় ৯৫+ হবে। চোখে ঝাপসা দেখেন, তবে শারীরিকভাবে এখনও সক্ষম। সারা বাড়ী টুকটুক করে হেটে বেড়ান আর আর নানা কাজ করেন। সবাই’কেই অত্যন্ত স্নেহ করেন, খোঁজ-খবর করেন।
গতকাল ঘাটাইল থেকে বুলবুল আপা আমাদের সাথেই ঢাকায় ফিরেছেন। আজ কিছুক্ষণ আগে আমার রুমে এসেছিলেন। কথা বলার ফাঁকে হাতে টাকা গুঁজে দিলেন। বললেন ঈদের সালামী।
আমার কেন জানি আব্বা-আম্মার কথা খূব মনে পড়ছিলো তখন। এই বয়েসে মাতৃসম এই মহিলার কাছ থেকে ঈদের সালামী পেয়ে চোখটা কেন যেন ভিজে উঠলো।
ফেসবুক মন্তব্য