আজ (৩রা অক্টোবর, ২০২৪) এক আত্মীয়ের আসার কথা সকাল ৭টার ফ্লাইটে। দুলাভাই খোঁজ নিয়ে জানলেন ফ্লাইট ঘন্টাখানেক ডিলে। বাসা থেকে রওনা দিলেন পৌনে নয়টায়। উত্তরা থেকে বের হওয়ার আগেই জসিমউদ্দিন সিগনালে কেটে গেলো ঘন্টাখানেক। এরপর আত্মীয়’কে নিয়ে বাসায় পৌছালেন ১১:২৫ এর দিকে। এক তো হলো বৃষ্টি, তারপর বেশ কয়েকটা ফ্লাইট পর পর নেমেছে। সর্বত্রই জ্যাম।
মনে হচ্ছে বৃষ্টি এবং জ্যাম, দু’জনে দু’জনার।
ছবি : ফেসবুক থেকে সংগৃহিত (ফটোগ্রাফারের নাম ছিলো না)
ফেসবুক মন্তব্য