১. কয়েকদিন ধরে বিকালবেলা টেকসান পিএল-৯৯০ নিয়ে বারান্দায় বসে রেডিও শুনছি। টেলিস্কোপিক এন্টেনা দিয়ে ভালই রিসেপশন হয়। খারাপ বিষয় হলো বিবিসি আর চায়না রেডিও ইন্টারন্যাশনাল ছাড়া আর কোন ষ্টেশনে ইংরেজী পাই নাই। সময় ৩:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত।
২. হালকা শীত থাকায় ইদানিং সকালে ঘুম থেকে উঠতে দেরী হচ্ছিলো। আগে মোবাইলে এলার্ম দিয়ে রাখতাম। কয়েকদিন ধরে রেডিও’তে এলার্ম দিয়ে রাখছি। ৬:২৫ এ এলার্ম এর সময় সেট করা। আর ষ্টেশন সেট করে দিয়েছি বাংলাদেশ বেতার ৬৯৩ কিলোহার্টজ। ৬:৩০ থেকে নিয়মিত অনুষ্ঠান শুরু হয়। ৬:৫৫ এ রেডিও অটো অফ হয়ে যায়। টেকসান এর বেশ কয়েকটি মডেলে এই এলার্ম সূবিধা আছে।
হ্যাপি ডিএক্সইং
ফেসবুক মন্তব্য