ব্যক্তিগত ফটোওয়াক

অনেক দিন ধরেই নিয়মিত ছবি তুলতে চাচ্ছি। কিন্তু ব্যাটে-বলে হচ্ছে না। ইদানিং আবার দেশের পরিস্থিতি ভাল না। বাধ্য হয়েই তাই বিকালে আশে-পাশে হাটতে বের হয়ে ছবি তুলছি। পরিকল্পনা আছে সপ্তাহে অন্তত একবার ফটোওয়াকে বের হওয়ার।

সম্ভাব্য স্থান

  • সদরঘাট লঞ্চ টার্মিনাল 
  • মুন্সিগঞ্জ (বেশ কয়েকটা জায়গা আছে)
  • দোহার
  • মানিকগঞ্জ
  • গাজীপুর
  • সাভার
  • ধামরাই 
  • অন্যান্য

ঢাকার মধ্যেও বেশ কিছু জায়গা ঘুরবো বলে আশা রাখি।

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।