অনেক দিন ধরেই নিয়মিত ছবি তুলতে চাচ্ছি। কিন্তু ব্যাটে-বলে হচ্ছে না। ইদানিং আবার দেশের পরিস্থিতি ভাল না। বাধ্য হয়েই তাই বিকালে আশে-পাশে হাটতে বের হয়ে ছবি তুলছি। পরিকল্পনা আছে সপ্তাহে অন্তত একবার ফটোওয়াকে বের হওয়ার।
সম্ভাব্য স্থান
- সদরঘাট লঞ্চ টার্মিনাল
- মুন্সিগঞ্জ (বেশ কয়েকটা জায়গা আছে)
- দোহার
- মানিকগঞ্জ
- গাজীপুর
- সাভার
- ধামরাই
- অন্যান্য
ঢাকার মধ্যেও বেশ কিছু জায়গা ঘুরবো বলে আশা রাখি।
ফেসবুক মন্তব্য