আজ সকালে দারাজ থেকে আমাজন প্রাইম ভিডিও’র এক মাসের সাবস্ক্রিপশন কিনলাম। দূপুরেই ইমেইলে ইউজার নেম / পাসওয়ার্ড দিলো। আমি এরপর এপ নামিয়ে সাইন ইন করতে গেলাম। বলতেছে এই ইমেইল দিয়ে কোন একাউন্ট তারা খূজে পাচ্ছে না। একবার, দুইবার, তিনবারের পর মেজাজ পুরাই খারাপ। মনে মনে বকা দিতেছি সেলার’কে।
এবার দারাজ এপ খুলে চ্যাটে সেলার’কে জানালাম যে সাইন ইন হচ্ছে না। মোবাইলে ছবি তুলে পাঠালাম। ৫ সেকেন্ড পর সেলার রেসপন্স করলো wait
১ সেকেন্ড পর সেলার : ভাই এটা তো আমাজন প্রাইমের সাবস্ক্রিপশন। আপনি তো নেটফ্লিক্সে ট্রাই করতেছেন।
ফেসবুক মন্তব্য