শাউমি রেডমি নোট ৮ বছর চারেক ব্যবহারের পর একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পিছনের ব্যাক প্লেট নৌকার মতো বাঁকা হয়ে গেছে। কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকার পর বুঝলাম ব্যাটারী ফুলে যাওয়ায় এই সমস্যা।
আমি দেরি না করে রিয়েলমি সি৫৫ কিনে ফেললাম আর এটা নিয়ে গেলাম সার্ভিস সেন্টারে। সব মিলিয়ে মনে হয় আড়াই হাজার টাকা লেগেছিলো ব্যাটারী পাল্টাতে। এমনিতে এটার RAM / ROM দুটোই কম (৪/৬৪) ছিলো। কয়েকদিন পরপরই ছবি / ভিডিও ডিলিট করে জায়গা বের করতে হতো। একান্ত প্রয়োজনীয় এপ ছাড়া তেমন কিছু ইনষ্টল করা যেতো না। রিয়েলমি সি৫৫ কেনার পর এটা হয়ে গেলো আমার সেকেন্ডারী ফোন। এটার ক্যামেরা বেশ ভাল।
বছর দেড়েক ব্যবহারের পর ব্যাটারী আবারও ফুলে গেছে। এখন ভাবছি আবারও কি ব্যাটারী পাল্টাবো নাকি এমনিই ফেলে রাখবো। আপাতত আরেকটা ফোনের দরকার নাই, টাকাও নাই কেনার মতো।
ফেসবুক মন্তব্য