ডিজিটাল রেডিও’তে ব্যান্ডওয়াইথ কন্ট্রোল করে রিসেপশন কে আরো কিছুটা ভাল করা যায়। যেমন ঢাকায় মিডিয়াম ওয়েভে যদি আপনি ৬৩০, ৬৯৩ বা ৮১৯ কিলোহার্টজ এর আশেপাশে কোন ফ্রিকোয়েন্সী’তে টিউন করেন তাহলে তেমন কিছু হয়তো শুনতেই পারবেন না ঢাকা কেন্দ্রের জন্য। ঢাকা কেন্দ্র এতোটাই শক্তিশালি যে ৬২১, ৬৩৯ বা ৬৮৪, ৭০২ অথবা ৮১০, ৮২৮ কিলোহার্টজ পর্যন্ত কিছুটা আওয়াজ পৌছায়। বিশেষ করে ঢাকা ক ১০০০ কিলোওয়াট এর শক্তিশালি ট্রান্সমিটার এর কারণে ৬৮৪ বা ৭০২ কিলোহার্টজে ও কিছুটা চলে আসে। এরকম শক্তিশালি ষ্টেশন থাকলে পাশের ষ্টেশন তেমন একটা শোনা যায় না। তারপর নানা ধরনের নয়েজ তো আছেই।
এই ব্যান্ডওয়াইথ কন্ট্রোল করে পাশের ষ্টেশনের ইন্টারফারেন্স অথবা নয়েজ কিছুটা কমিয়ে ফেলা যায়। দিনের বেলা মিডিয়াম ওয়েভে ইন্টারফারেন্স তেমন একটা নাই, তবে শো শো আওয়াজ হয় খূব। আপনাদের আজকে ৫৯৪ কিলোহার্টজ এ আকাশবানী মৈত্রী তে এই ব্যান্ডওয়াইডথ কন্ট্রোল দিয়ে কিভাবে শো শো আওয়াজ কিভাবে কিছুটা কমানো যায়। পাশে যে সুইচটি ব্যবহার করেছি সেটি টোন কন্ট্রোল। টেকসান পিএল-৯৯০ এ মিডিয়াম ওয়েভে ৯, ৫, ৩.৫ এবং ২.৩ কিলোহার্টজ ফিল্টার আছে। এগুলো ব্যবহার করে কেমন শোনা যায় সেটি ভিডিও’তে দেখানোর চেষ্টা করেছি। কোন একদিন রাতে ইন্টারফারেন্স কিভাবে কমানো যায় সেটি দেখাবো।
হ্যাপি ডিএক্সইং
ফেসবুক মন্তব্য