করোনাকালিন সময়ে ব্লিচিং পাউডার এর ব্যবহার বেড়েছে। এমনিতে হয়তো কোরবানী ঈদের সময় বাসার আশ-পাশ পরিস্কার করার কাজে ব্যবহার করা হতো। তারপর বৃষ্টি হলে যাতে মশার উপদ্রব না বাড়ে সে জন্যও মাঝে মধ্যে ছিটাতে হয়।এখন প্রায় প্রতিদিনই ব্যবহার করা হয়। সমস্যা হলো এটি সম্পর্কে আমরা অনেকেই তেমন কিছু জানি না। সামান্য পানি মেশালেই একধরণের গ্যাস উৎপন্ন হয় যা ক্ষতিকর।
ব্লিচিং পাউডারের সাথে যদি ডেটল বা স্যাভলন মিশাই তখন কি হবে ?
করোনাকালীন সময়ে ব্লিচিং পাউডার (ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট) সবচেয়ে পরিচিত এবং সহজলভ্য জীবানুনাশক। কিন্তু অনেকের মনে হতে পারে, ব্লিচিং পাউডারের সাথে অন্য যেকোন পরিষ্কারক (ডেটল,স্যাভলন)কিংবা জীবানুনাশক (স্যানিটাইজার) মিশিয়ে নিলে এর শক্তি বাড়তে পারে। হয়ত আরো বেশি জীবানু ধ্বংস হবে। এই ক্রান্তিলগ্নে এটা একেবারেই স্বাভাবিক একটি চিন্তা। কিন্তু না, এটা করবেন না।
ব্লিচিং পাউডারের সাথে যে কোন পরিষ্কারক বা জীবানুনাশক মেশালে বেশিরভাগ ক্ষেত্রেই বিষাক্ত ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। আর ক্লোরিন গ্যাস যা মাত্র ৩০ সেকেন্ডেই চোখ, ন্যাজাল প্যাসাজ (নাক) এবং ফুসফুসকে মারত্মক ক্ষতিগ্রস্ত করবে। কেউ যদি মাত্র ৩০ সেকেন্ডও এই গ্যাস নিশ্বাসের সাথে গ্রহণ করে তবে তার ফুসফুস স্বাভাবিক হতে ৭-৮ ঘন্টা সময় লাগবে। এই বিষাক্ত গ্যাস ফুসফুসে ঢোকার সাথে ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং অক্সিজেন নেয়া বন্ধ করে দিবে।
ফেসবুক মন্তব্য