ভলমেট

ভলমেট (VOLMET) শব্দটি এসেছে ফরাসী VOL (Flight) এবং météo (Weather Report) শব্দ দুটি থেকে। ভলমেট হলো সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা রেডিও ষ্টেশন যেগুলো থেকে প্রতি ঘন্টায় বিমানের জন্য আবহাওয়া বার্তা প্রচারিত হয়ে থাকে। মূলতঃ শর্টওয়েভেই প্রচার করা হয়ে থাকে, তবে কোথাও কোথাও ভিএইচএফ ও প্রচারিত হয়। প্রচারের জন্য আপার সাইড ব্যান্ড (USB) ব্যবহার করা হয়। আপনার রেডিওটিতে যদি সিঙ্গেল সাইড ব্যান্ড (SSB) ফিচারটি থাকে তবেই আপনি এই ষ্টেশনগুলি শুনতে পারবেন। 

আমাদের এই অঞ্চলে (SEA-1) ২৯৬৫, ৬৬৭৬ এবং ১১৩৮৭ কিলোহার্টজ ফ্রিকোয়েন্সীগুলি ভলমেট ব্যবহার করে থাকে। এই অঞ্চলের ষ্টেশনগুলি হলো : অষ্ট্রেলিয়া, কোলকাতা, ব্যাংকক, করাচি, সিঙ্গাপুর এবং মুম্বাই। তবে করাচি ভলমেট ষ্টেশন বর্তমানে বন্ধ আছে। কোলকাতার ভলমেট ষ্টেশনটি ১৩০৫ – ০২৪০ ইউটিসি (২৯৬৫ কিলোহার্টজ) এবং ০৩০৫ – ১২৪০ ইউটিসি (৬৬৭৬ এবং ১১৩৮৭ কিলোহার্টজ) চালু থাকে। প্রতি ঘন্টায় ৫ম মিনিট এবং ৩৫তম মিনিটে আবহাওয়া বার্তা প্রচারিত হয়। প্রতিটি বার্তা সাধারণত ৫ মিনিটের হয়ে থাকে। 

কোলকাতা, দিল্লি, ঢাকা, ইয়াঙ্গুন এবং কাঠমন্ডু দিয়ে চলাচলকারী বিমান সমূহ এই কোলকাতা ভলমেটের আবহাওয়া বার্তা পেয়ে থাকে। 

ব্যাংকক ভলমেট ১২১০ – ২২৪৫ ইউটিসি (২৯৬৫ কিলোহার্টজ) এবং ২৩১০ – ১১৪৫ ইউটিসি (১১৩৮৭ কিলোহার্টজ) চালু থাকে। ৬৬৭৬ কিলোহার্টজ ২৪ ঘন্টা চালু থাকে। ৬৬৭৬ কিলোহার্টজ এ কোলকাতার আবহাওয়া বার্তা শেষ হওয়ার পরপরই আরেকট ষ্টেশন শোনা যায় সন্ধ্যার পর। সেটিই হয়তো ব্যাংকক ভলমেট। দশটির মতো এয়ারপোর্টে চলাচলকারী বিমানসমূহ এই ব্যাংকক ভলমেটের আবহাওয়া বার্তা পেয়ে থাকে। প্রতি ঘন্টায় ১০ম এবং ৪০তম মিনিটে আবহাওয়া বার্তা প্রচারিত হয়। ১২০০ – ১৪০০ ইউটিসি সময়ে ৬৭৬৫.১ এবং ৮৭৪৩ কিলোহার্টজে ব্যাংকক মেট রেডিও নামে আরেকটি ষ্টেশন অপারেট করে যেখানে ইংরেজী এবং থাই ভাষায় আবহাওয়া বার্তা প্রচার করা হয়। 

হ্যাপি ডিএক্সইং !!!

ভলমেট ফ্রিকোয়েন্সী সমূহ দেখতে এখানে ক্লিক করুন
ভলমেট ষ্টেশন সমূহের প্রচার সময় দেখতে এখানে ক্লিক করুন

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।