গতকাল রাতে মামুন আর লায়লা’র কিছু ভিডিও দেখলাম। মামুন মনে হলো কে-পপ এর বাংলাদেশী সংস্করণ। আর লায়লা যেখানে যায় সেখানেই ২/৩ মিনিটের ভিডিও করে, সব portrait মানে মোবাইল খাড়া করে ধরে ভিডিও করা। মামুনের হয়তো একটা জেনারেশনের কাছে ব্যাপক জনপ্রিয়তা আছে। এরকম সব দেশেই হয়তো এরকম ক্রেজ দেখা যায়।
এদের চাইতে বরং আমার ‘আমোদ ফুর্তি’ ইউটিউব চ্যানেলের ভদ্রলোকের ভিডিওগুলি ভাল লেগেছে। উনি মনে হয় কোন ক্যাটারিং কোম্পানিতে চাকরি করেন। কথা বলেন সাবলিল ভাবে। হাটে মাঠে ঘাটে ছোট-খাট কয়েক মিনিটের ভিডিও করেন। গান গাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনিও ব্যাপক জনপ্রিয়।
আসলে মানুষ যে ঠিক কি পছন্দ করে সেটা নিয়েই ব্যাপক গবেষণা দরকার।
ফেসবুক মন্তব্য