ইউটিউবে ভিউজ কেবল কমছেই। আমি অবশ্য একেবারেই নাদান ইউটিউবার। সেরকম ভাবে ভিডিও ধারণ, এডিটিং বা এসইও করতে পারিনা। মোদ্দা কথা হলো ভিডিও সংক্রান্ত জ্ঞান একেবারেই কম। ফলে ঠিক কি করা দরকার সেটি বুঝতেছি না। ফলে আজকে এটা কালকে সেটা এরকমভাবেই চলছে। ফলাফল ভিউজ কেবল কমছেই।
সেদিন এক ভদ্রলোক ইউটিউবের এক ভিডিও’তে বললেন নিয়মিত ভিডিও দেয়া জরুরী। বিশেষ করে মিনি ভ্লগ টাইপ ভিডিও, সেই সাথে রেগুলার ভিডিও এবং শর্টস। ৫/৬ মাস এভাবে নিয়মিত করে যেতে পারলে ভিউজ ধীরে ধীরে বাড়বে।
আমিও অনেকদিন যাবত ভাবছিলাম কি করা যায়। তবে রেগুলার মানে প্রতিদিন একটা করে ভিডিও দেয়া খূবই কঠিন কাজ। ভিডিও করা, তারপর এডিট, এরপর আপলোড – কাজ কিন্তু কম না। আবার ভিডিও করার জন্য নিত্য নতুন আইডিয়া বের করাও বেশ কঠিন। আমার আবার কথা বলার ষ্টাইল ভাল না। কেমন যেন যান্ত্রিকভাবে কথা বলি ক্যামেরার সামনে, কোন নড়াচড়া নাই। আবার কথা বলতে গেলে মাঝে মধ্যে আটকে যাই। সেই সাথে উচ্চারণও ভুল হয়ে যায়। তখন আবার নতুন করে রেকর্ডিং শুরু করতে হয়। এক-দেড় মিনিটের ভিডিও করতে গেলেও দেখা যায় ৪/৫ বার আরো বেশীবার রেকর্ডিং করা লাগে। তবে এই প্র্যাকটিসের ভাল দিক হলো এই সমস্যাগুলো হয়তো ধীরে ধীরে কমে আসবে।
ভাবতেছি শুরু করেই দিবো। দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে ভবিষ্যতে।
ভাল থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।
ফেসবুক মন্তব্য