গতকাল গিয়েছিলাম বাংলামোটর, বিশ্বসাহিত্য কেন্দ্রে।
যাওয়ার সময় গেলাম বাসে, রাজলক্ষ্মী থেকে বাংলামোটর ভাড়া নিলো ৪০ টাকা। ফেরার পথে ফার্মগেট থেকে রাজলক্ষ্মী ৩০ টাকা।
মাঝে বাংলামোটরে এক ছোট দোকানে ৩টা পুরি আর এক বোতল পানি খেলাম। দাম নিলো ৫০ টাকা।
৮০ / ৯০’র দশকে মগবাজার থেকে ফার্মগেট বাসে যাতায়াত করতাম আট আনা / এক টাকায়। তিতুমীর কলেজে যেতাম (খূব সম্ভবত) ১-২ টাকায়। ৫-১০ টাকা হলে ৩/৪টা পুরি আর চা হয়ে যেতো। আজ এসব কথা নিজের কাছেই মনে হয় রূপকথার গল্প।
ফেসবুক মন্তব্য