মেট্রোরেল যখন প্রথম শুরু হলো তখন আগারগাঁও পর্যন্ত চলতো। সেসময় ট্রেন বাম দিক থেকে ডান দিকে লাইন পরিবর্তন করতো। এরপর বিপরীত দিকে যাত্রা করতো। এখন মতিঝিলে গিয়েও বাম দিক থেকে ডান দিকে যায় এবং বিপরীত দিকে যাত্রা শুরু করে। কিন্তু আগারগাঁও এ এসে ট্র্যাক পরিবর্তন এখনও হচ্ছে এবং আবার যখন বিজয় স্মরণীর দিকে যাত্রা করছে তখনও ট্র্যাক পরিবর্তন করছে। মানে এই অংশে লাইন ক্রিসক্রস করছে।
গতকাল যেমন সিগনালিং সিস্টেমের ত্রুটিতে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিলো। আমার প্রশ্ন হলো এই সিগনালিং ত্রুটি অথবা হিউম্যান এরর এর কারণে কি আগারগাঁও- বিজয় স্মরণী অংশে ক্রিসক্রস করতে গিয়ে কোন মারাত্মক দূর্ঘটনার সম্ভাবনা কতটুকু?
ফেসবুক মন্তব্য