পৃথিবীর অনেক দেশের রাস্তায় কোন ট্রাফিক পুলিশ থাকে না। সেখানে আছে সিগনাল লাইট আর আছে ক্যামেরা, রাডার এসব। বিভিন্ন পাবলিক প্লেসে অবশ্য পোষাকধারী কিছু লোক থাকে, যাদের কাজ হলো যত্রতত্র কেউ গাড়ী পার্ক করছে কিনা সেটা দেখা।
তারপরও সেখানে সবকিছু সুশৃঙ্খলভাবে চলছে। কারণ যারা গাড়ী চালায় বা হেটে চলাচল করে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যারা শৃঙ্খলা ভাঙ্গে তাদের জন্য আছে কঠিন জরিমানার ব্যবস্থা।
নিজে ভাল তো জগত ভাল। আইন মেনে চলুন, সবাই ভাল থাকবে।
ফেসবুক মন্তব্য