কয়েকদিন ধরে মানিকগঞ্জের এক ছেলের বিমান তৈরীর খবরে সয়লাব চারিদিক। সবার মুখে কেবল বাহ বেশ বেশ। অথচ এরকম শখের বিমান তৈরী করে পৃথিবীর অনেক দেশের হবিষ্টরা। এই নিয়ে এত আহ্লাদিত হওয়ার কি আছে বুঝলাম না। ইউএস-বাংলা এয়ারলাইন্স সহ অনেকেই দেখলাম তাকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
এখন প্রশ্ন হলো – সাহায্য সহযোগীতা পেলে কি এই ছেলে সেসনা টাইপের বিমান তৈরী করে ফেলবে?
আরেকটা খবরও আমার চোখে পড়েছে। কোন এক মেকানিক কচুরিপানা কাটার এক যন্ত্র তৈরী করেছে। নৌকায় সেই যন্ত্র সেট করে খাল-বিলে কচুরিপানা কেটে সে সাফ করছে। আমার কাছে বরং সেই তথাকথিত বিমান আবিস্কারের চাইতে এই কচুরিপানা কাটার যন্ত্রটি অধিক লাগসই মনে হয়েছে। তাকেই বরং সাহায্য সহযোগিতা করা উচিত এই যন্ত্রের মানোন্নয়নের জন্য।
ভিডিও লিংক এখানে
ফেসবুক মন্তব্য