লালবাগের কেল্লা (আওরঙ্গবাদ কেল্লা) ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণকাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে, মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ্ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লিতে চলে যান এতে কাজ থেমে যায। তার উত্তরসুরি, মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণকাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি। কারণ মুঘল সুবাদার শায়েস্তা খাঁ এর কন্যা পরী বিবি মারা যান। তাতে তিনি নির্মাণ কাজ থামিয়ে দেন।
শায়েস্তা খাঁর বাসভবন ও দরবার হল বর্তমানে লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। (উইকিপিডিয়া)
অবস্থান : লালবাগ, ঢাকা
সময়সূচী : এপ্রিল – সেপ্টেম্বর
বৃহস্পতিবার থেকে শনিবার সকাল ১০:০০ – সন্ধ্যা ৬:০০ (দুপুর ১:০০ – ১:৩০ পর্যন্ত বিরতি)
শুক্রবার সকাল ১০:০০ – দুপুর ১২:৩০ এবং দুপুর ২:৩০ – সন্ধ্যা ৬:০০ পর্যন্ত
সোমবার দুপুর ২:৩০ – সন্ধ্যা ৬:০০
অক্টোবর – মার্চ
বৃহস্পতিবার থেকে শনিবার সকাল ৯:০০ – সন্ধ্যা %:০০ (দুপুর ১:০০ – ১:৩০ পর্যন্ত বিরতি)
শুক্রবার সকাল ৯:০০ – দুপুর ১২:৩০ এবং দুপুর ২:৩০ – সন্ধ্যা ৫:০০ পর্যন্ত
সোমবার দুপুর ১:৩০ – সন্ধ্যা ৫:০০
প্রবেশ মূল্য : ২০.০০ টাকা
ফেসবুক মন্তব্য