নাইকনের Z Mount লেন্সের দাম এই মূহুর্তে অনেক বেশী। ৩০-৩৫ হাজার টাকার নিচে মনে হয় কোন লেন্স নাই। আবার থার্ড পার্টি লেন্স ঢাকায় খূব একটা পাওয়া যায় না। আর সেটা যদি হয় নাইকন মাউন্ট এর তাহলে তো কথাই নাই। এই মূহুর্তে সনির বাজার ভাল। তাদের ক্যামেরা আর লেন্সের অভাব নাই। আগে ক্যানন ছিলো একচেটিয়া, তারপরও তাদের ক্যামেরা / লেন্স ও মোটামুটি পাওয়া যায়। সনি আর ক্যাননের থার্ড পার্টি লেন্স ও পাওয়া যায়।
সেদিন ব্যাটারী কিনতে গিয়ে বসুন্ধরার এক দোকানে নাইকনের কথা জিজ্ঞাসা করতেই জানালো খূব একটা চলে না। ডিসপ্লে’তে রাখা Z 8 দেখিয়ে বললেন একটা মাত্র বিক্রি করতে পেরেছেন।
নেট ঘাটতে ঘাটতে দুইটা লেন্স পছন্দ করলাম। একটা Viltrox 20mm f/2.8, আরেকটা TTArtisan 50mm f/2 লেন্স। অনলাইনে রিভিউ ভালই। দাম সাধ্যের মধ্যেই। প্রথমটি ঢাকায় পাওয়া যায়, ২য়টি দারাজে দেখে অর্ডার করেছিলাম, কিন্তু অজ্ঞাত কারণে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে।
আশায় আশায় জীবন পার করতেছি। কি আর করা।
ফেসবুক মন্তব্য